মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২নং ব্লক এলাকায় তৃণমূলের হারের কারণ কি। তা খতিয়ে দেখতে এলেন সাংসদ শতাব্দী রায়। বীরভূম জেলার মধ্যে তৃণমূলের সব থেকে খারাপ ফলাফল হয়েছে নলহাটি ২নং ব্লকে।এই ব্লকে মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩টি গেছে শাসক দল তৃণমূলের পক্ষে বাকি ৩টি গেছে জোটের পক্ষে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে ১০টি আসন গেছে তৃণমূলের ৮টি গেছে বিরোধীদের পক্ষে। এই ব্লক থেকে জেলা পরিষদের দু’টি আসনের মধ্যে একটি তৃণমূলের একটি জোটের। এমন হারের কারণ কি। তা ক্ষতিয়ে দেখতে ব্লক অফিসের কমিউনিটি হলে বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়।
সেখানে উপস্থিত ছিলেন,বিধায়ক অশোক চট্টোপাধ্যায় , রামপুরহাট পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য সহ স্থানীয় ব্লক নেতৃত্ব। ব্লকের প্রত্যেকটি অঞ্চল সভাপতির কাছ থেকে হারের কারণ কি তা জানতে চাওয়া হয়। কেউ কেউ হারের কারণ হিসেবে বলে মানুষ আমাদের বঞ্চিত করেছে। পঞ্চায়েতগুলি নির্ভর করে এলাকার মানুষের স্থানীয় ইস্যুর ভিত্তিতে। সেই সব ছোট ইস্যুর কাছে আমরা খুব কম ভোটে হেরেছি। কেউ আবার দাবী করে আমাদের প্রার্থী নির্বাচন ঠিক ঠাক হয়নি। কেউ অভিযোগ তোলে নেতৃত্বের অভাব ছিল। সব শেষে শতাব্দী রায় সবাইকে বলেন যা ছিলো,ছিলো।এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আমাদের আগামী লোক সভায় ভোট করতে যাতে অসুবিধা না হয়। কারণ দল থাকলে আপনি থাকবেন। দল না থাকলে আপনি থাকবেন না। এটা মাথায় রাখবেন। দল থাকলে লোকে আপনার গুরুত্ব দেবে। দল থাকলে কাজ আপনার কাছে আসবে। আপনার মাধ্যমে এলাকার মানুষ উন্নয়নের জন্য দাবি জানাবে। তাই দল না থাকলে আপনার কোন গুরুত্ব নাই। নিজের গুরুত্ব বাড়াতে দল করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct