আজিম শেখ, রামপুরহাট, আপনজন: ব্রতি চাঁদমারি আবাসিক বৃন্দের শারদ উৎসব-২০২৩ এর শু থিম চন্দ্রযান -৩। রামপুরহাট ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বেবি মন্ডল পাড়ার বাসিন্দা এবং কমিটির সদস্য বৃন্দ নিয়ে ১৫ ই অগাস্ট ২০২৩ এর সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন এই থিমের। পঞ্জিকা বলছে, ১৪৩০ বঙ্গাব্দে দুর্গাপুজো পড়েছে কার্তিকের শুরুতে। ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ২ কার্তিক ইংরাজির ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপুজো। ওই দিন রাত ১১.২৪ মিনিটে লাগবে সপ্তমী। শনিবার ২১ অক্টোবর পড়েছে সপ্তমী। ওই দিন রাত ৯.৫৪ মিনিটে লাগবে অষ্টমী। ২২ অক্টোবর রবিবার হবে অষ্টমী পুজো। ওই দিন রাত ৭.৫৯ মিনিটে লাগবে নবমী। ২৩ অক্টোবর সোমবার নবমী। ওই দিন বিকেল ৫.৪৫ মিনিটে লাগবে দশমী। ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। দূর্গা পূজা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয়। দূর্গা পূজা, বাঙালীদের প্রধান উৎসব হিসাবে পালন করা হয়। বড় ছোটো সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো বাংলা সহ সম্পূর্ণ ভারতে দূর্গা পূজার হওয়া বইতে থাকে। মহালয়া থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী তে মণ্ডপে মণ্ডপে দূর্গা পূজার জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালীদের দেখতে পাওয়া যায়। দূর্গা পূজা পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম এবং সর্বাধিক পালিত উৎসব যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে বৃহৎ ভাবে পালন করা হয়। দূর্গা পূজা পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয়, মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষী, মা সরস্বতী, শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদের ও পূজা করা হয়। করতে দেখা যায় বাবু মাস্টারকে । যদিও ফিরোজ কামাল বলেন একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে সবার সৌজন্য সাক্ষাৎ হলো। এতে রাজনৈতিক কোন সম্পর্ক নেই । যদিও আমিরুল গাজী এবং কুদ্দুস মোল্লার মতো তৃণমূল কর্মীরা বলেন “ বাবু মাস্টার এবং রফিকুল ইসলাম যদি একসঙ্গে পার্টি করে তাহলে হাসনাবাদ ব্লক তথা বসিরহাটে ভালো উন্নয়ন করা যাবে “।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct