সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গি ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত ও মালদা ও মুর্শিদাবাদ তপশিলী আদিবাসী গ্রামীণ সমিতির আয়োজিত জলঙ্গীর কাজীপাড়া জনকল্যাণ সমিতির মাঠে ১৬ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হল। এদিন খেলা হবে দিবস উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম,ব্লক আধিকারিক মোঃ ইকবাল হোসেন,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরিও পরিয়ে বরণ করে নেওয়া হয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন ও সাগরপাড়া মর্নিং ফ্রেন্ডস ক্লাবের মধ্যে। ফাইনাল খেলায় জয়ী হয় সাগরপাড়া মর্নিং ফ্রেন্ডস ক্লাব। এদিন জয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম। যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করে তোলার জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানান বিধায়ক আব্দুর রাজ্জাক। মালদা ও মুর্শিদাবাদ তপশিলী আদিবাসী গ্রামীণ সমিতির সম্পাদিকা স্নেহলতা মন্ডল বলেন রাজ্যর মুখ্যমন্ত্রী ১৬ আগস্ট কে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেন সেই মতো ফুটবল খেলার মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হয়। খেলা দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct