আপনজন ডেস্ক: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যামের মাধ্যমে সহজে যোগাযোগ করা সম্ভব। এই অ্যাপে রয়েছে বেশকিছু আকর্ষণীয় ফিচার, তাই দিন দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে, অনেকেই কিন্তু জানেন না যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায় সর্বোচ্চ চারটি ফোনে।একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপে রয়েছে “কমপেনিয়ন মোড” সুবিধা । এ সুবিধার মাধ্যমে সহজেই প্রাইমারি ফোনের বদলে অন্য ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।চলুন, জেনে নেয়া যাক, একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি সম্পর্কে-একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে। এরপর ভাষা নির্ধারণ করে পরবর্তী পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে “লিংক টু এক্সিসটিং অ্যাকাউন্ট” অপশন নির্বাচন করতে হবে।পরবর্তী পেজে একটি কিউআর কোড দেখা যাবে। এরপর প্রাইমারি ফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশের পর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে “লিংকড ডিভাইস” অপশন নির্বাচন করতে হবে।এবার পরের পেজে লিংক এ ডিভাইস বাটনে ট্যাপ করে সেকেন্ডারি ফোনে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই একই অ্যাকাউন্ট সেকেন্ডারি ফোনে চালু হয়ে যাবে।একইভাবে সর্বোচ্চ চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct