সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ তৃণমূলের ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশন দিতে গিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই এর হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারকে হেনস্থা করারও অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাজুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। জেলার বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর বৃহস্পতিবার বিকেলে জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ থেকে শুরু করে জিয়াগঞ্জ শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলের নেতৃত্ব দেন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিঞা ওরফে সানসাইন, উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির কনভেনর ও মহিশাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বরা। জেলা সভাপতি নাজমুল মিঞা বলেন, ‘যাদবপুরের মত আগামী দিনে অন্য কাউকে যাতে র্যাগিং এর স্বীকার না হতে হয়, এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার প্রতিটি কলেজের সামনে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct