আপনজন ডেস্ক: লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমা বিশ্বের নেতারা অনেক বড় ভুল করেছেন। তাকে হত্যা করার মধ্য দিয়ে আরো গুরুতর ভুল করেছেন তারা। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। তার মতে, গাদ্দাফির হত্যাকাণ্ড দেশটিতে কয়েক বছর ধরে চলমান সংঘাতের সূচনা করেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ইতালির তাসক্যানিতে এক অনুষ্ঠানে আলোচনাকালে আন্তোনিও তাজানি এই মন্তব্য করেন। তিনি বলেন, লিবিয়ার সমস্যার শুরুই হয়েছে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে হত্যা করার কারণে। তার মৃত্যুর পর যারা লিবিয়ার ক্ষমতায় এসেছেন, তাদের চেয়ে তিনি অনেক বেশি ভালো ছিলেন। বলেন, গাদ্দাফিকে হত্যা করতে দেওয়া ছিল পশ্চিমাদের গুরুতর ভুল। তিনি হয়তো গণতন্ত্রের ধারকবাহক ছিলেন না, কিন্তু তিনি মারা যাওয়ার পরপরই লিবিয়া ও আফ্রিকায় অস্থিতিশীলতা শুরু হয়েছে। তিনি জানান, রোম আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে অভিবাসীদের স্রোত বন্ধ করা যায় এবং পরিস্থিতি আরও স্থিতিশীল করে তোলা যায়। ন্যাটো বাহিনী যখন লিবিয়াজুড়ে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠায় বোমাবর্ষণ করছিল, সে সময়ে অর্থাৎ ২০১১ সালের বিরোধীদের হাতে ধরা পড়েন মুয়াম্মার গাদ্দাফি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct