আপনজন ডেস্ক: কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার দিল্লির তাল কাটরা স্টেডিয়ামে সর্বভারতীয় মহিলা কংগ্রেস আয়োজিত জাতীয় সভায় কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস ৭০ বছরে কী করেছে। উত্তর হল কংগ্রেস গণতন্ত্র ও সংবিধান বাঁচিয়েছে, তাই মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। রাহুল গান্ধী ৪,৫০০ কিমি পদ যাত্রার মাধ্যমে ‘ভারতকে একত্রিত করার’ কাজ করেছেন, কিন্তু মোদি ‘ভারত ভাঙার’ কাজ করছেন। খাড়গে বলেন, বিজেপি ও আরএসএসের আদর্শ হল মহিলাদের ঘরে বন্দি করা। তিনি আরও বলেন, নারীরা শক্তির প্রতীক। ভারতের প্রতিটি ক্ষেত্রেই নারীদের অবদান অনেক বেশি। নারী শক্তির অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ। আমাদের নেত্রী কমলা নেহেরু, সরোজিনী নাইডু, অরুণা আসিফ আলি, রাজকুমার অমৃত কৌর প্রমুখ যারা ইংরেজ সরকারকে নাড়া দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরাজির কাজ দেশ ভুলতে পারে না। ইন্দিরা গান্ধিজি নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। প্রধানমন্ত্রীর পদ বিসর্জন দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনিয়া গান্ধিও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct