আপনজন ডেস্ক: বেলারুশ বুধবার মস্কো মিত্রের সঙ্গে দুটি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করার লিথুয়ানিয়ার ‘সুদূরপ্রসারী’ সিদ্ধান্তের সমালোচনা করেছে। মিনস্ক ও এর ইইউ প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশটি এ সিদ্ধান্ত নেয়। রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে লিথুয়ানিয়া এর আগে বলেছিল, তারা শুক্রবার থেকে বেলারুশের সঙ্গে তাদের ছয়টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে দুটি ‘সাময়িকভাবে স্থগিত’ করছে। বেলারুশের সীমান্ত বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, ‘লিথুয়ানিয়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ও ইচ্ছাকৃতভাবে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সীমান্তে কৃত্রিম বাধা তৈরি করছে।’ তারা আরো বলেছে, এই সিদ্ধান্তটি সীমান্তে ট্রাফিক সৃষ্টি করবে এবং সীমান্তে মানুষকে দীর্ঘ অপেক্ষা করতে হবে। এই পদক্ষেপটিকে একটি ‘অবান্ধব পদক্ষেপ’ বলেও অভিহিত করেছে তারা। জুন মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর থেকে রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটেরা বেলারুশে আশ্রয় নিচ্ছে। বেলারুশে তাদের উপস্থিতি মিনস্কের পশ্চিম ও উত্তর প্রতিবেশীদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে। পোল্যান্ড বলেছে, তারা তাদের জাতীয় সীমান্ত সংস্থাকে সমর্থনকারী চার হাজার সেনা এবং আরো ছয় হাজার রিজার্ভ সেনা দিয়ে তাদের পূর্ব সীমান্তকে শক্তিশালী করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct