আপনজন ডেস্ক: চুলের কাট দেবেন কিংবা কেমন স্টাইল করবেন সেটি নির্ধারণ করার সময়েও মুখের গড়ন ভালোমতো বুঝে নিতে হয়। আসুন জেনে নিই গোলাকার মুখের গড়নে চুলের কাট এবং স্টাইল কেমন হবে। মুখ গোলাকৃতি হলে চিবুকের কাছে এসে পড়ে এমন কোনো চুলের কাট কিংবা স্টাইল করবেন না। এতে আপনার মুখ আরও গোলাকার দেখাবে। এমন চুলের কাট পছন্দ করুন যাতে করে আপনার মুখ লম্বাটে কিংবা চ্যাপ্টা দেখায়। চুল কার্ল করে স্টাইল করতে চাইলে একটু ঢিলা করে বড় বড় কার্ল করুন, তাতে চুল ঘন দেখাবে এবং পাশে সিঁথি করলে খুব আকর্ষণীয় লাগবে। চুলে খুব বেশি ভলিউম করবেন না। এটি কিন্তু সবার জন্য নয়। সিল্কি, স্ট্রেইট চুলে আপনাকে মানানসই লাগবে বেশি। খুব শক্ত করে বেণি কিংবা ঝুঁটি করবেন না। এতে মুখ বেশ গোলাকার লাগে। তার বদলে যেকোনো হেয়ারস্টাইল আলতো করে করুন। আপনি চাইলে চুলে ওমব্রে রং করতে পারেন। এতে মুখে আলাদা একটা জেল্লা আসবে। আপনাকে আরও ভালো দেখাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct