আপনজন ডেস্ক: তুরস্কে অবস্থানরত ইখওয়ানুল মুসলিম নেতাকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। সেই সাথে তাদের কাউকে তুরস্ক থেকে বের করে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত কয়েকটি ভিত্তিহীন সংবাদের জেরে তুরস্কে অবস্থানরত ইখওয়ান নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়ে সেই উদ্বেগ। এর পরই তুর্কি প্রেসিডেন্টের এমন ঘোষণা বিভ্রান্তি নিরসন করেছে। তুরস্কের মিশরভিত্তিক সংবাদমাধ্যম সারকুল আওসাত জানিয়েছে, আন্তর্জাতিক মুসলিম আলেম অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে প্রেসিডেন্ট এরদোগান ব্রাদারহুডের নেতাকর্মীদের পূর্ণ নিরাপত্তা দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গত, এরদোগানের ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মিত্র এবং গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আঙ্কারা এবং কায়রোর মধ্যে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। মিশরের স্বৈরচারী এবং অত্যাচারী সরকারের সঙ্গে শিগগিরি কোনো সমঝোতা হবে না বলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বারবার ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct