আপনজন ডেস্ক: অবশেষে সিনেমার পর্দায় আসছে ‘ডন থ্রি'। বেশ কয়েকদিন আগেই এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন নির্মাতা ফারহান আখতার। তবে ‘ডন' হিসেবে যিনি পরিচিত, প্রতিষ্ঠিত, সেই শাহরুখ খান এবার থাকছেন না। নতুন করে এই চরিত্রে যোগ দিয়েছেন রণবীর সিং। কিন্তু দর্শকের বিরাট অংশই রণবীরকে ‘ডন’চরিত্রে মানতে পারছেন না। ঘোষণার পর থেকেই তাই তীব্র সমালোচনার মুখে পড়েছে ছবিটি।এ ব্যাপারে এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারহান আখতার নিজেই। এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘আমি আসলে চাইছিলাম, কাজটা হোক। কিন্তু কিছূ সমস্যার জন্য শাহরুখকে পাওয়া যায়নি। হ্যাঁ, রণবীর অসাধারণ অভিনেতা। চরিত্রটির জন্য সে উপযুক্ত। তবে আপনারা যেমনটা ভাবছেন, সে নিজেও খুব উচ্ছ্বসিত। একই সঙ্গে নার্ভাসও আশাকরছি, আগামীদিনে সব ঠিকঠাক যাবে।’শুরুতে ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল 'ডন' সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে নতুন ‘ডন' নিয়ে আসেন ফারহান আখতার। ডনের চরিত্রে শাহরুখ খান বিপুল সাড়া পেয়েছিলেন। তবে রণবীর সিংকে ডন থ্রিতে দেখে খুশি নন সিনেমাপ্রেমী। এ প্রসঙ্গে ফারহান জানান, এখন যেমনটা হচ্ছে, শাহরুখ যখন ‘ডন’করলো, তখনও এরকম আবেগপ্রবণ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। মানুষ বলেছিল, ‘ও মাই গড। আপনি কীভাবে অমিতাভ বচ্চনকে রিপ্লেস করছেন! আমার আগামীদিনে এই ডন চরিত্রে রণবীরকেও সবাই ভালোবাসবেন।এই চরিত্রটিকে ধারণ করা এবং নিজের স্টাইলে উপস্থাপন করার যোগ্যতা আছে রণবীরের।সে দুর্দান্ত কাজ করবে। আমার মনে হয়, এখন আমারই দায়িত্ব বেশি, যেভাবে গল্পটা কল্পনা করেছি, সেভাবে পর্দায় তুলে আনা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct