আপনজন ডেস্ক: মুসলিম ঐক্য, সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধসহ মুসলিম দেশসহ সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কায় আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলাম ও মুসলিমদের সেবা এবং মধ্যপন্থা প্রসারে সৌদি আরবের প্রচেষ্টার বার্তা বিশ্বের কাছে তুলে ধরতে এ সম্মেলন আয়োজন করা হয়। এতে পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধ ও পবিত্র কুরআনের মর্যাদার সুরক্ষা, ফতোয়া প্রদানে সতর্কতাসহ ধর্মীয় ক্ষেত্রে উগ্রতা পরিহারের আহ্বান জানানো হয়। গত ১৩-১৪ আগস্ট সৌদি আরবের মক্কায় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৮৫টি দেশ থেকে দেড় শতাধিক আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বশীলরা অংশ নেন। ‘সারা বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠান, মুফতি, মাশায়েখ ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ তৈরি’ শীর্ষক সম্মেলনটি আয়োজন করে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct