নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: বুধবার দিবাগত রাতেসুফি সাধক হযরত সৈয়দ শাহ রশীদ আলী আল-কাদেরী আল-হাসানী আল-হুসায়নী আল-বাগদাদী (র) পাকের দ্বিতীয় বার্ষিক উরস শরীফ পালিত হল মেদিনীপুর শহরের জোড়া মসজিদ, তৎসংলগ্ন মাযার শরীফ ও দায়রা পাকে। তিনি বড় পীর সাহেব’ হযরত আব্দুল কাদির জিলানী (র.) এর বংশধর। আল-হুসায়নী আল-বাগদাদী (র) এর ইন্তেকাল হয়েছিল কলকাতার ৪ নং হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার শরীফে। তার মাযার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরে জোড়া মসজিদে তাদের পারিবারিক মাযার শরীফ প্রাঙ্গণে। তার ভক্ত ও শিষ্য সারা বিশ্বেই রয়েছেন। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী মেদিনীপুরে আসেন, এমনকী স্পেশ্যাল ট্রেন এবং রিজার্ভ বাসও আসে, তেমনই এই উরসে বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থী এসেছেন। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে এই উরসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct