সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তা বেহাল হয়ে পড়েছে কিন্তু তারপরেও রাস্তা সংস্কার হয়নি প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কয়েকজন টোটো চালকদের। বেশ কিছু সময় ধরে তারা পথ অবরোধ করেন ।বুধবার ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনিমার্কেটে । বিক্ষোভকারীদের দাবি , নিত্যানন্দপুর মিনি মার্কেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার ওপরে একটা অংশে বড় গর্ত তৈরি হয়েছে যেখানে বৃষ্টি হলেই জমছে জল ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের ও স্কুল পড়ুয়াদের । কিন্তু তারপরও রাস্তার সংস্কার না হওয়াতে তাদের এই বিক্ষোভ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সোনামুখী থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । অন্যদিকে বিক্ষোভের জেরে তড়িঘড়ি পদক্ষেপ করে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ । পঞ্চায়েতের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হয় । স্থানীয় পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। ২০২১ বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে পাশাপাশি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ রয়েছে কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হয়নি । এই অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস । বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশীষ ঘোষ জানান, স্থানীয় বিধায়ক এই রাস্তায় পেরিয়ে যায় কিন্তু তারপরও তারা রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি অপরদিকে বিজেপি সাংসদের কোন দেখা পাওয়া যায়নি । স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে তড়িঘড়ি আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি । পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , বিজেপি বিধায়ক ও সাংসদরা কাজ করছে না নাকি তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না এটা আগে তৃণমূল ঠিক করুক তারপর তৃণমূল বড় বড় ভাষণ দেবে ।রাধামোহনপুর পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার স্বপন কুমার পাল জানান , খবর পেয়ে আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসি এবং পঞ্চায়েত গত ভাবে সাধারণ মানুষদের কথা চিন্তা করে দ্রুত কিভাবে রাস্তাটির সংস্কার করা যায় তার উদ্যোগ গ্রহণ করি । এর ফলে আগামী দিনে আর সাধারণ মানুষদের কোন সমস্যায় পড়তে হবে না ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct