আপনজন ডেস্ক: দিল্লিতে অবস্থিত ‘নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির’ নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘প্রাইম মিনিস্টারস মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’। নাম পাল্টানোয় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই চেষ্টা করুন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম ও অবদান কেড়ে নিতে পারবেন না। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকে এটির নতুন নাম কার্যকর হয়েছে। গত জুনেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। বুধবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি টুইটারে (এক্স) লিখেছেন, মোদি সব সময় প্রবল ভয়, অনিশ্চয়তা ও একধরনের হীনম্মন্যতায় ভোগেন। বিশেষ করে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদানের মুখোমুখি হন। সে কারণে তাঁর একমাত্র লক্ষ্য নেহরুকে অস্বীকার করা। তাঁর যাবতীয় অবদান অগ্রাহ্য করা। তাকে অসম্মান করা। এ কারণে তিনি ঐতিহাসিক নেহরু মিউজিয়ামের নাম থেকে ‘এন’ শব্দটি মুছে দিয়ে প্রধানমন্ত্রীর ‘পি’ জুড়েছেন। এটা তার চারিত্রিক নীচতারই প্রমাণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct