আপনজন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় বুধবার সকালে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কলকাতা পুলিশের একাধিক দল রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। বুধবার তাদের আলিপুর আদালতে হাজির করানো হয়। আগামী ২৮ অগস্ট পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদের মধ্যে তিন জনপ্রাক্তনী এবং তিনজন বর্তমান ছাত্র। অভিযুক্তরা হলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা অঙ্কন সরকার, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার, মন্দিরবাজারের সুমন নস্কর এবং পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক কামিল্যা। এছাড়া জম্মুর বাসিন্দা মহম্মদ আরিফ, পশ্চিম বর্ধমানের বাসিন্দা আসিফ আফজল আনসারি।এদের মধ্যে অসিত, সপ্তক এবং সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পুলিশ ইতিমধ্যে ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এ ছাড়া, প্রাক্তনী সপ্তকের ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে আদালতে পুলিশ জানিয়েছে। আগে যে তিন জনকে গ্রেফতার করা হয়, তাদের বয়ান থেকেই ছ’জনের নাম উঠে আসে। তবে ঘটনায় এরা জড়িত নাও হতে পারে বলে প্রাথমিক ধারণা। তবে জিজ্ঞাসাবাদের সময় এদের বয়ানে বেশ কিছু অসঙ্গতিও ধরা পড়ে। বুধবার কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ডিন রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসুকে লালবাজারে তলব করে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে এ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত ১০ অগাস্ট রাতে ছাত্রাবাসের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বর্ণদীপ কুণ্ডুর। এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর দত্ত (১৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দ্বিতীয় অভিযুক্তের নাম মনোতোষ ঘোষ (২০), যিনি হুগলির বাসিন্দা সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তৃতীয় অভিযুক্ত সৌরভ চৌধুরী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি জরুরি বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন, যার সভাপতিত্ব করবেন বুধবার বিকেল ৫টায় রাজভবনে। ঘটনার পর রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ও হোস্টেল পরিদর্শন করেন। মঙ্গলবার গভর্নর বলেছিলেন, “আমাদের একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুত রয়েছে, এটি খুব শীঘ্রই চালু করা হবে। এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতার একটি দল নদিয়া জেলায় মৃত এক ছাত্রের বাড়িতে যান। মন্ত্রী বলেন, সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct