এম মেহেদী সানি, বনগাঁ: 'উগ্রপন্থীরা পতাকা নিয়ে দৌড়াচ্ছে, ঘরে ঘরে লাগাতে বলছে ৷ অথচ দেশের প্রতি কোনো ভালোবাসা নেই, এটা কোনো কালচার না, এতে বরং পতাকার অবমাননা হয় ৷' স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে নিশানা করে এমন ভাষাতেই কটাক্ষ করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ ৷ তিনি বলেন, পতাকা ঘরে ঘরে নয়, জাতীয় পতাকা আমাদের অন্তরে রয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ২২ জুলাই ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযান শুরু করেছিলেন । গত বছরের মতো এই বছরও তিনি ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশ নেওয়ার জন্য দেশ বাসীকে আহ্বান জানিয়েছিলেন । যদিও নরেন্দ্র মোদির এই অভিযানকে আমল দিতে নারাজ তৃণমূল নেতা কর্মীরা, ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি গোপালের বক্তব্যের মাধ্যমেও তা পরিষ্কার হল ৷ পাশাপাশি বিজেপি সরকার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোপাল শেঠ, তিনি আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করে 'ইন্ডিয়া' সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান ৷
প্রসঙ্গত ৭৭ তম স্বাধীনতা দিবসে সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বনগাঁ পৌরসভা ৷ কলকাতা রেড রোডের আদলে বনগাঁ ত্রিকোণ পার্কে রাস্তার ওপর একাধিক অনুষ্ঠান হয় ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ৪৫ টি নৃত্য দল, নিত্য উপস্থাপন করে ৷ বিএসএফের পক্ষ থেকে এ দিন অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ সমগ্র অনুষ্ঠান ঘিরে স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ ছিল সীমান্ত শহর বনগাঁয় ৷ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন 'বনগাঁ বাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলেছে ৷ আজ আমরা কাঠের ওপর খোদাই করে নির্মিত অশোক স্তম্ভ ভাস্কর্যের উদ্বোধন করেছি যা বনগাঁর মুকুট এ নতুন পালক ৷ ৭৭ তম স্বাধীনতা দিবসে সব মিলিয়ে আমরা ১২৮ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছি যা সবটাই জনকল্যাণমূলক ৷'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct