নিজস্ব প্রতিবেদক, কুলপি, আপনজন: বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার জন্য কুলপি এলাকায় রামকৃষ্ণপুর মোড়ের মাথায় পথ চলতি মানুষের সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দিলেন চকদুলালপুর গ্লোবাল লাইফ কেয়ার স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে যেভাবে বৃক্ষকে কেটে ফেলে অট্টালিকা তৈরির জন্য ব্যস্ত হয়ে উঠেছে বর্তমান সমাজ। এর ফলে পরিবেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সেই কারণে এই সংগঠনের পক্ষ থেকে সুস্থ জীবনযাপনের সাথে দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করেছে। ১৫ আগস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন সকালে ১০টার সময় রামকৃষ্ণপুর মোড়ের মাথায় চকদুলালপুর গ্লোবাল লাইফ কেয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার জনগণ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ বিতরণ করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে ৭০০ জনকে গাছের চারা তুলে দেওয়া হয়। সেই সাথে এই সংগঠনের কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিন গুলিতে আমরা মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম সচেতনতা মূলক শিবিরের সাথে জীবাণুমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct