শেখ লিয়াকত হোসেন, উলুবেড়িয়া, আপনজন: হাওড়া জেলার রাজাপুর থানার অন্তর্গত পীরতলায় নজরুল স্মৃতি পাঠাগারের সহযোগীতায় এস,বি,এফ,( সোসাইটি ফর ব্রাইট ফিউচার) এর স্বেচ্ছাসেবকগন দেশের 77 তম স্বাধীনতা দিবসে পরিবেশ সুরক্ষার জন্য ১০০ টি চারাগাছ বিতরণ করে। পরিবেশ বাঁচাও কর্মসূচির অন্তর্ভুক্ত "গাছ লাগাও পরিবেশ বাঁচাও " ওই দিন সুচারুভাবে সম্পন্ন করা হয়। গাছ বিতরণের পূর্বে পাঠাগারের সভাপতি মৌলানা জয়নাল হক মোল্লা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্য স্বাধীনতা দিবসে অন্যান্য অনুষ্ঠানের পরিবর্তে গাছ বিতরণ করা হয় বলে সংগঠকদের তরফে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct