নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: দেশের সাতাত্তর তম স্বাধীনতা দিবস দিনে এ রাজ্যের সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি মনোনীত হলেন রাষ্ট্রপতি পুরস্কারের জন্য। এই আনন্দে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও তাকে অভিনন্দন জানালেন পুষ্পস্তবক দিয়ে। ১৯৮৯ সালে প্রফেশনারীর সাব ইন্সপেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন পুলিশের চাকরিতে। পরে ২০০৯ সালে ইন্সপেক্টর পদে উন্নীত হন। ২০১৮ সালের এসডিপিও পদে উন্নীত হন। 2022 সালে কাকদ্বীপের এস ডি পিও হয়ে আসেন। এরই মাঝে ২০০৩ সালে পুলিশের সেবা পদক পান এবং 2021 সালে পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ঠা পদক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আজ রাষ্ট্রপতি পুরস্কার এর জন্য মনোনীত হয় তিনি খুশি। একই সঙ্গে খুশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct