রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। বুধবার সকালে সামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এই জানাজা নামাজে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীরা সামিল হন। দলমত নির্বিশেষে সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লোহরপুর ঈদগাহে জানাজা নামাজ পড়তে ভিড় জমান মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারপরেই মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর জন্য চার রাকাত গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে জেল বন্দি ছিলেন বাংলাদেশের বিখ্যাত আলেম, মোফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কারাগারেই হার্ট এট্যাকের পর ঢাকার হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতেই মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার দুপুরেই বাংলাদেশের পিরোজপুরে কবরস্থ করা হয় মাওলানা সাঈদীকে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু সংবাদের পরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসাবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সাঈদীর গায়েবানা জানাজায় রেকর্ড সংখ্যক ভিড় পরিলক্ষিত হয় সামশেরগঞ্জে।এবিষয়ে উদ্যোক্তা মাস্টার ওয়াকিল আহমেদ জানান, একজন বিশ্ব বরেণ্য আলেম মারা গিয়েছেন। সাঈদী গোটা বিশ্বের মুসলিমদের নয়নের মনি। উনার মৃত্যুতেই আমরা গায়েবানা জানাজা নামাজ পড়লাম। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস প্রদান করেন। তিনি এও জানান, এদিনের গায়েবানা জানাজায় কয়েক হাজার মুসল্লী সামিল হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct