আপনজন ডেস্ক: মহাকাশযান চন্দ্রযান-৩ বুধবার সফলভাবে চাঁদের কক্ষপথে পঞ্চম এবং শেষ কক্ষপথে পরিভ্রমণ সম্পন্ন করেছে, যা এটিকে চাঁদের পৃষ্ঠের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ইসরো জানিয়েছে, এর মাধ্যমে মহাকাশযানটি তার চন্দ্র-গামী মহড়া সম্পন্ন করেছে এবং এটি এখন প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল পৃথকীকরণের জন্য প্রস্তুত হবে। চাঁদের আরো কাছাকাছি পৌঁছল চাঁদে অভিযানে যাওয়া ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, নভোযানটি সোমবার পৃথিবীর একমাত্র উপগ্রহটির এক নিকট-বৃত্তাকার কক্ষপথে পৌঁছেয়। গত ১৪ জুলাই চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করে ইসরো। ৫ আগস্ট নভোযানটি প্রথম চাঁদের দূরবর্তী কক্ষপথে প্রবেশ করে। পরিকল্পনামতো তখন থেকে এটি চাঁদের কক্ষপথে ঘুরছিল। ইসরো জানায়, চন্দ্রযান-৩-এর আরো একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল এটি ১৫০ কিলোমিটার–১৭৭ কিলোমিটার কক্ষপথে অবস্থান করছিল। আগামীকাল সকালে এটি পরবর্তী কক্ষপথে প্রবেশ করবে। ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য নভোযানটিকে এখনো দুই পর্যায়ে কক্ষপথ পাড়ি দিতে হবে। এরপর চাঁদে অবতরণের চেষ্টা করবে এটি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চন্দ্রযান-৩-এর অবতরণ যান ল্যান্ডার ‘বিক্রম’ তার পেটের মধ্যে থাকা রোভার ‘প্রজ্ঞান’কে নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct