আপনজন ডেস্ক: ২০২৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে শ্রীলঙ্কায়। সেই আসরে জায়গা পেতে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে লড়ছে স্বাগতিক কানাডা, আর্জেন্টিনা, বারমুডা ও যুক্তরাষ্ট্র। সোমবার টরন্টো ক্রিকেট স্কেটিং অ্যান্ড কার্লিং ক্লাব মাঠে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া ৫১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬৫ রানে অল আউট হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল। ফলে আর্জেন্টিনা ম্যাচটি হারে ৪৫০ রানে। আর্জেন্টিনার পক্ষে থিও ভ্রেউগেনিল সর্বোচ্চ ১৮ রান করেন। এ ছাড়া ফেলিপে নেভেস ১৫ রান করেন। যুক্তরাষ্ট্রের আরিন নাদকার্নি ২১ রানে ৬ উইকেট শিকার করেন। এর আগে ভাভ্য মেহতা (১৩৬) ও ঋষি রমেশের (১০০) সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫১৫ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাছাই পর্বে এটি আর্জেন্টিনার টানা তৃতীয় হার। এর আগে কানাডার সঙ্গে ৩৬৩ রানের ব্যবধানে হেরেছে তারা। আর বারমুডার কাছে হেরেছে ৯ উইকেটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct