বিশেষ প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার স্বাধীনতা দিবসে কলকাতা জেলার মেটিয়াবুরুজে অবস্থিত সাতঘরা হাই মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল এবং মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়। তিনি এদিন প্রধান অতিথি হিসেবে সাতঘরা হাই মাদ্রাসায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণ ে মানবাধিকার কমিশনের সদস্য না পরাজিত মুখোপাধ্যায় বলেন, শিক্ষায় সমাজের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। তাই কোন সমাজকে এগিয়ে যেতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সমাজে মুসলিমরা শিক্ষায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে তাদেরকে ভালোভাবে শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই কারণেই আজ আমার মেটিয়াবুরুজে আসা এখানকার ছেলেমেয়েদের মধ্যে মেশার সুযোগ পেয়ে তাদের সঙ্গে কথা বলে আমি আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি। আগামী দিনে বাঙালি মুসলিম সমাজ আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিচালন সমিতির সম্পাদক শেখ নুর নবী বলেন, আমার বাবা চাচারা যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসা তৈরি করেছিলেন সেই উদ্দেশ্যকে আরও বেশি প্রসারিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
মাদ্রাসার টিচার ইনচার্জ সেখ ইবাদুল ইসলাম বলেন, আগামী দিনে এই মাদ্রাসাকে কলকাতা কেন পশ্চিমবাংলার সেরা মাদ্রাসা করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সেভাবেই এগিয়ে এসেছে আগামী দিনে আমরা এ কাজে সফল হব বলে বিশ্বাস করি। এদিকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব সেখ তৈয়ব আলী, পরিচালন সমিতির সভাপতি গোলাপ রহমান এবং সহ-সভাপতি শাহজাদি মেহতাব সহ অন্যান্য সদস্য বৃন্দ। এলাকার জনপ্রতিনিধি মোঃ আবু তারিক সাহেব সমাজসেবী জানে আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক ওলিউল ইসলাম সমীরণ জানা এবং রিয়া সোনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct