জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া : ১৫ ই অগাস্ট ছিল ভারতের সাতাত্তর তম স্বাধীনতা দিবস | সেই উপলক্ষে পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহযোগিতায় জল জীবন মিশন প্রকল্পের পক্ষ থেকে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয়ে পালিত হলো স্বাধীনতা দিবস | গান্ধীমূর্তিতে স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ডি পি এম ইউ এর আই ই সি কোওর্ডিনেটর মাল্যদান করেন | এরপর প্রধান শিক্ষক ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সংগীত গাওয়া হয় উপস্থিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকেরা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী,ডি পি এম ইউ এবং আই এস এ প্রতিনিধিদের কণ্ঠে | পরে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় | সবশেষে জল জীবন মিশন কবে ঘোষণা করা হয় তা ছাত্র ছাত্রীদের মধ্যে তুলে ধরা হয় |জল জীবন মিশনের উদ্দেশ্য এবং সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরা হয় ছাত্র ছাত্রীদের কাছে | তাদের বলা হয় আগামী প্রজন্মের কাছে সুন্দর পৃথিবী দিতে হলে জল অপচয় বন্ধ করতে হবে | যতটুকু জলের প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে | তাদের বলা হয় তারাই হলো আগামীর প্রজন্ম | তাই তাদের মধ্য দিয়ে সকলের কাছে সচেতনতা বার্তা তুলে ধরতে হবে | এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় ছাত্র ছাত্রীদের মধ্যে | পুরুলিয়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ডি পি এম ইউ এর আই ই সি কোওর্ডনিটের বাসুদেব রায় চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন |
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct