আসিফ রনি, নবগ্রাম : হাতেগোনা কয়েকদিন পূর্বেই লকআপে মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল নবগ্রাম থানা। এবার সেই নবগ্রাম থানার পুলিশ প্রশাসনকে স্বাধীনতা দিবসের দিনে দেখা গেল এক অন্য ভূমিকায়।
নবগ্রাম থানার ওসি অমিত ভকতের সাসপেন্ড হওয়ার পর নতুন ওসি হিসেবে এসেছেন দেবদাস বিশ্বাস। স্বাধীনতা দিবসের দিন যখন দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস তখন অন্য ভূমিকায় দেখা নবগ্রাম থানার নতুন ওসিকে। মঙ্গলবার সকালে তিনি পৌঁছে যান নবগ্রাম হসপিটালে। কথা বলেন ভর্তি থাকা রোগীদের সঙ্গে, হাসপাতালে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। সেই সঙ্গে রোগীদের ফল বিতরণের সাথে সাথে রোগীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মাথায় হাত বুলিয়ে দেন অসুস্থ শিশুদের। পুলিশ প্রশাসনের এমন ভূমিকা সত্যিই প্রশংসনী,য় বলছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা।
উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি দেবদাস বিশ্বাস। নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH জ্যোতির্ময় চক্রবর্তী সহ নবগ্রাম থানার অন্যান্য আধিকারিকগণ।
নবগ্রাম থানার লকআপে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর রাজ্য রাজনীতির ও মিডিয়ার শিরোনামে এসেছে নবগ্রাম থানা। এখন নবগ্রাম থানার নতুন ওসি দেবদাস বিশ্বাসের এই নতুন ভূমিকা এখন কি ইতিবাচক প্রভাব ফেলবে ? উঠছে প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct