এম মেহেদী সানি, বারাসত: উত্তর ২৪ পরগনায় মোট জেলা পরিষদ আসন ৬৬টি। উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত, ২২ টা পঞ্চায়েত সমিতি, ৬৬ টা জেলা পরিষদের আসন রয়েছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন হয়েছে এবং আগামী বুধবার জেলা পরিষদের বোর্ড গঠন হবে৷ সোমবার জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ও নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ৷ জেলার ২২ টি পঞ্চায়েত সমিতিতেই বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস ৷
তৃণমূল সূত্রে খবর বারাসত সাংগঠনিক জেলার বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন হালিমা বিবি, সহ-সভাপতি হয়েছেন গিয়াস উদ্দিন মন্ডল (বাবলু) ৷ হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন নেহাল আলী, সহ-সভাপতি হয়েছেন কল্যাণব্রত দত্ত ৷ হাবড়া দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন রতন কুমার দাস, সহ-সভাপতি হয়েছেন আরিফুল রহমান ৷ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন প্রিয়াঙ্কা দাস, সহ-সভাপতি হয়েছেন আনিসুর রহমান বিদেশ ৷ রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন প্রবীর কর, সহ-সভাপতি হয়েছেন সুজাতা মন্ডল ৷
বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত চারটি পঞ্চায়েত সমিতি তৃণমূল তার দখলে রেখেছে ৷ বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন ঝুম্পা দাস কর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর আলী মন্ডল ৷ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন ইলা বাগচী, সহ-সভাপতি হয়েছেন গোবিন্দ দাস ৷ স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন অনুসূয়া মন্ডল, সহ-সভাপতি হয়েছেন নারায়ণ চন্দ্র কর ৷ বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সুদেবী মন্ডল, সহ-সভাপতি হয়েছেন তরুণ ঘোষ ৷
বসিরহাট সাংগঠনিক জেলায় ৭ টি বিধানসভার মধ্যে ১০ টি পঞ্চায়েত সমিতি রয়েছে ৷ সবকটি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে বলে জানা গিয়েছে ৷ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন উত্তম সরদার, সহ-সভাপতি হয়েছেন হযরত আলী মন্ডল । হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম সহ-সভাপতি হয়েছেন সেকেন্দার গাজী ৷ বসিরহাট দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সৌমেন মন্ডল, সহ-সভাপতি হয়েছেন রুনা সরকার ৷ হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন শহিদুল ইসলাম গাজী, সহ-সভাপতি হয়েছেন সনাতন সরদার ৷ বারাসত দু'নম্বর ব্লকের সভাপতি হয়েছেন মনোয়ারা বিবি, সহ-সভাপতি হয়েছেন মোঃ মেহেদী হাসান ৷ হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন রেখা মাহালী, সহ-সভাপতি হয়েছেন আব্দুল খালেক মোল্লা ৷ মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে সাইফুদ্দিন মোল্লা, সহ-সভাপতি হয়েছেন অমরেশ গাইন ৷ সন্দেশখালি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সবিতা রায়, সহ-সভাপতি হয়েছেন মোসলেম শেখ ৷ সন্দেশখালি দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন রউফান মোল্লা, সহ-সভাপতি হয়েছেন মহেশ্বর সদ্দার ৷ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন কুহেলিকা পারভীন, সহ-সভাপতি হয়েছেন অভিজিৎ সরকার ৷
অন্যদিকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার ৩ টি পঞ্চায়েত সমিতিতেই বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস ৷ বারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন মৌমিতা দে, সহ-সভাপতি হয়েছেন নরেন্দ্রনাথ পাল ৷ বারাকপুর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন প্রবির রাজবংশী, সহ-সভাপতি হয়েছেন শুকুর আলী ৷ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন আনিসুর রহমান, সহ-সভাপতি হয়েছেন শ্রেয়সী বিশ্বাস ৷
সমগ্র উত্তর ২৪ পরগনা জেলার মোট ২২ টি পঞ্চায়েত সমিতিতেই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করায় বিরোধীরা কার্যত ধরাশায়ী ৷ তবে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতিরা ৷ জেলার এই ফল অনুযায়ী আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য পাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct