আপনজন ডেস্ক: সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি। বিবিসি জানিয়েছে, নেইমারের জন্য ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ (অন্যান্য শর্তসাপেক্ষে) বাবদ দলবদলের খরচটা আরেকটু বাড়বে। ইএসপিএনও নিজেদের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে, ৯ কোটি ইউরোয় নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি ও আল হিলাল।
বিবিসি জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমারের এই দলবদলে প্রক্রিয়া শেষ করতে এখন দুটি কাজ বাকি আছে—এক. নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। দুই. প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করা। ইএসপিএন কাল জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তিতে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে একমত হয়েছেন নেইমার। তখনো দুটি ক্লাবের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল। নেইমার এখন দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দেবেন। চাইলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন। সৌদি ক্লাবটিতে নেইমার সতীর্থ হিসেবে পাবেন ইউরোপের ক্লাব ফুটবলে খেলা কালিদু কুলিবালি, রুবেন নেভেস ও সেরেজ মিলিনকোভিচ সাভিচকে।
পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পান নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমন গুঞ্জন আছে। দুই মৌসুমের নেইমারকে ৩২ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct