আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার জোর দিয়ে বলেছেন যে এই বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণটি দিল্লির লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী হিসাবে তাঁর শেষ ভাষণ হবে। বেহালায় তৃণমূল কংগ্রেস আয়োজিত স্বাধীনতা দিবসের আগে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে বিরোধী দল ‘ইন্ডিয়া’ শীঘ্রই মাঠে নামবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগান তৈরি করেছিল। মমতা বলেন, স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী হিসেবে মোদিজির শেষ ভাষণ হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে বিরোধী দল ‘ইন্ডিয়া’, যার মধ্যে তৃণমূল কংগ্রেস সদস্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজয়ী হবে।
তিনি বলেন, ‘ইন্ডিয়া ব্লক সারা দেশে বিজেপিকে ধ্বংস করে দেবে। বাংলায় তৃণমূল চূড়ান্তভাবে বিজেপিকে পরাজিত করবে। মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না, তিনি বলেছিলেন যে “বাংলা ‘কুর্সি’ (রাজনৈতিক অবস্থান) চায় না, তারা বিজেপির ‘সরকারকে’ উৎখাত করতে চায়”।
রাফাল বিমান কেনা এবং উচ্চ মূল্যের নোট বাতিলকে ‘সন্দেহভাজন’ চুক্তির মধ্যে উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।
তিনি বলেন, বাংলায় দুর্নীতির কয়েকটি ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ রয়েছে, তা রাফাল জেট চুক্তি হোক বা ২০০০ টাকার নোট বাতিল।
এদিন বেহালার সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো। এ প্রসঙ্গে তিন ফের অভিযোগ করেন, ১০০ দিনের কাজে বকেয়া ৭ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। আগে সেলস ট্যাক্স তুলত রাজ্য সরকার। জিএসটির মাধ্যমে সেই টাকা কেন্দ্র নিয়ে নিচ্ছে বলে অভিযোগ করে বলেন, তুমি যে আমার টাকা নিয়ে যাচ্ছ, আমার টাকা আমায় দাও। সেই টাকা দিচ্ছে না। মমতা দাবি জানান, কেন্দ্রের কাছ থেকে এখনও ১.১৫ লক্ষ হাজার কোটি টাকা রাজ্য সরকার পায়। বার বার চেয়েও না পাওয়ায় আর ভিক্ষা চাই না বলে মন্তব্য করেন। মমতা বলেন, আমরা নিজেদের রাজকোষ থেকে ২৮ দিনের কাজ দিয়েছি। একশো দিনের কাজ ওরা যদি না দেয় ৬ মাস পরে তো থাকবে না।
সেই সঙ্গে জানালেন, বকেয়া আদায়ে ২ অক্টোবর দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি থাকবেন। কৃষি ভবনের পাশে অবস্থান বিক্ষোভে তিনি শামিল হবেন। আমি তাদের পাশে থাকব নিশ্চয়।
উল্লেখ্য, ২১ জুলাই ধর্মতলার শহীদ দিবসে কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেসময় তিনি বলেছিলেন, দিল্লির বুক থেকে টাকা আদায় করে আনবই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct