সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: স্বাধীনতার প্রাক্কালে ত্রিবর্ণ-রঞ্জিত দেশের জাতীয় পতাকায় সেজে উঠেছে হাজারদুয়ারি প্রাসাদ। মঙ্গলবার ১৫ই আগস্ট ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। তার আগের দিন অর্থাৎ সোমবার ১৪ আগস্ট রাতে ভারতের জাতীয় পতাকার রঙে সেজে উঠলো মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি প্রাসাদ। স্বাধীনতা দিবসের জন্য তেরঙ্গা রঙে সাজানো হয়েছে হাজারদুয়ারি প্রাসাদকে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত অর্থাৎ মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস বা ভারতের অন্তর্ভুক্ত দিবস পর্যন্ত হাজারদুয়ারি এই আলোয় আলোকিত থাকবে বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct