অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ঐক্যশ্রী প্রকল্প সহ বিদ্যালয়ের সম্পর্কিত অন্যান্য নানা বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈয়দ মকসেদুর আহমেদ চৌধুরী, সমিতি এডুকেশন অফিসার মৃত্যুঞ্জয় মন্ডল, গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস,গঙ্গারামপুর ব্লক মাইনোরিটি দপ্তরের তরফের রবিউল ইসলাম, মিড ডে মিল প্রকল্পের ডেটা ম্যানেজার সৈকত দে সরকার প্রমুখ।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ওই প্রকল্পের নাম ঐক্যশ্রী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করা হয়। এই প্রকল্পেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পড়ুয়াদের।এবিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা জানান, 'ঐক্যশ্রী প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই পোর্টালে গিয়ে ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হবে। ২২ আগস্ট এর মধ্যেই বিদ্যালয়ে গুলিকে তাদের প্রোফাইল আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।'সমিতি এডুকেশন অফিসার মৃত্যুঞ্জয় মন্ডল জানান, 'ব্লকে মোট ৩০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের নিয়েই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্তরে ছাত্র-ছাত্রীদের গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়ন মিলিয়ে ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবে। গত অর্থ বর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপ এর টাকা পেয়েছে অর্থাৎ রিনিউয়াল ক্যান্ডিডেটদের নতুন করে এ বছর আবেদন করতে হবে না। বাংলা শিক্ষা পোর্টাল থেকে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে তাদের নাম অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে।'ব্লক মাইনোরিটি দপ্তরের তরফের রবিউল ইসলাম জানান, '২০২২-২৩ অর্থ বর্ষে গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত প্রায় ১৬৭৭৮ জন পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এবছর ১৫ আগস্ট থেকে পোর্টাল ওপেন থাকছে। ২৩ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদ্যালয় গুলি আবেদনপত্র ভেরিফিকেশন করতে পারবে।'অন্যদিকে, মিড ডে মিল প্রকল্পের ব্লকের ডেটা ম্যানেজার সৈকত দে সরকার জানান, 'অনেক স্কুলই মিড ডে মিল প্রকল্পের খাবারের মান যাচাই নিবন্ধন(ফুড কোয়ালিটি রেজিস্টার) সঠিকভাবে মেন্টেন করছে না। পাশাপাশি মাসিক আয়-ব্যয়ের হিসাব দেবার ক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি থেকেই যাচ্ছে। এই ভুল ত্রুটি যাতে না হয়, সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct