কাজী আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রীর পোস্ট ভাইরাল, প্রতিবাদে আজ ধরনায় বসেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার সকালে বিশ্বভারতী সংগীত ভবন এর মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা ও কর্মীদের নিয়ে ধরনা শুরু করেন সকাল ন'টা থেকে চারটে পর্যন্ত চলবে বলে জানা গেছে সুত্র মারফত। বিশ্বভারতী সূত্রে জানা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ছাত্রের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে এক ছাত্রী মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছে বলে জানাই। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ সম্পূর্ণ অস্বীকার করেন যা মিথ্যা ও ভিত্তিহীন। এই খবর কোন এক সংবাদপত্রে প্রকাশিত হয়। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বদনাম হচ্ছে। সেই কারণেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে এবং বিশ্বভারতী কর্মীদের নিয়ে অনশন ও ধরনায় বসেন। এমনকি বিশ্বভারতী সংগীত ভবনের সামনে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় যাহাতে সংবাদমাধ্যমে কেউ প্রবেশ করতে না পারে। উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপ আছে সেই গ্রুপে ছাত্রীর পরিচয় না জানিয়ে একটি ভাইরাল ভিডিও পোস্ট করা হয় বলে ছাত্রীর অভিযোগ। ওই ছাত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছে বলে সংগীত ভবনের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ। এই পোস্ট কে ঘিরে বিশ্বভারতী উত্তাল। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানান ছাত্রী সমস্ত অভিযোগ মিথ্যা তাই উপাচার্য সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ ধরনায় বসে ছিলেন।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct