জাহেদ মিস্ত্রী, কুলতলি, আপনজন: কুলতলীবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ। অবশেষে আজ থেকে সুন্দরবন বাসির কষ্টের পরিসমাপ্তি হলো। বিশেষত সুন্দরবনের কুলতলী ও মইপিঠবাসীদের কলকাতায় কোন কাজ থাকলে তাদেরকে বাড়ি থেকে বের হতে হতো আগের দিন, কারণ এখান থেকে সেই ভাবে পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। বেসরকারি অটো টোটোই ছিল মূল ভরসা, তার জন্য প্রত্যেক যাত্রীকে গুনতে হতো অনেক টাকা।তাও তারা ঠিক সময়ে পৌঁছাতে পারতো না গন্তব্যস্থলে। সুন্দরবনের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের উদ্যোগে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহযোগিতায় "মৈপিঠ থেকে ধর্মতলা" সরকারি বাসের উদ্বোধন হল আজ । মাত্র ৮৭ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবে ধর্মতলায় একজন যাত্রী। ১৫ ই আগস্ট সকাল ছয়টার থেকে এই বাসের যাত্রা শুরু হলেও আজ তার উদ্বোধন করেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এবং কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল । অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত স্তরের নেতৃত্ব সহ এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আগামী দিন সুন্দরবনের পর্যটন বাড়াতে মইপিট এ একটি বাস টার্মিনাল সহ সরকারি রিসোর্ট করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct