আজিম শেখ, বীরভূম, আপনজন: আজ কন্যাশ্রী দিবস উদযাপন করলো বাংলা প্রতিটি স্কুল ও কলেজ। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মেয়েদের শিক্ষিত ও স্বনির্ভর করে তোলা এবং বাল্যবিবাহ বন্ধ করা।কন্যাশ্রী দিবস উপলক্ষে আজ রামপুরহাট ১নং ব্লকের কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরী জানান ছাত্রীদের নিয়ে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় র্যালি করি। এই প্রকল্প আসার পর থেকে স্কুলের মেয়েদের পড়াশোনার পার্সেন্টেজ বেড়েছে। মুখ্যমন্ত্রী প্রকল্পকে আমরা সাধুবাদ জানাই। ১২ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত কন্যাদের পড়াশোনার জন্য বছরে ১০০০ টাকা বৃত্তি প্রদান করে রাজ্য সরকার। এছাড়া এই প্রকল্পের আওতায় ১৮ বছর হওয়ার পর উচ্চশিক্ষার জন্য এককালীন ২৫০০০ টাকা ভাতা দেওয়া হয়। এছাড়া এখন বিশ্ববিদ্যালয় স্তরেও পৌঁছে গেছে এই প্রকল্প। যারা বিজ্ঞান পড়বে তাদের মাসে ২৫০০ টাকা ও যারা কলা বিভাগে পড়বে তাদের মাসে ২০০০ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে।দেশ বিদেশে প্রশংসিত হয়েছে মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত এই প্রকল্প। ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘ এই প্রকল্পটিকে United Nations Public Service Award First Prize সম্মানে ভূষিত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct