আসিফ রনি, নবগ্রাম, আপনজন: সোমবার মুর্শিদাবাদের নবগ্রাম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। দখল নিল তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত হলেন রুপলাল মন্ডল ও সহ-সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ। জানা যায় নবগ্রাম পঞ্চায়েত সমিতির মোট ত্রিশটি আসন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস জয় লাভ করে ২৫ টি আসনে এবং বিরোধীরা পায় পাঁচটি।সোমবার নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে বারোটার সময় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। সভাপতি হন ২১ নং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রুপলাল মন্ডল এবং সহ-সভাপতি হলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ এনায়েতুল্লা। দলীয় সূত্রে খবর এদিন সর্বসম্মতি ক্রমে নবগ্রাম পঞ্চায়েত সমিতি আসে তৃণমূলের দখলে। ছিল না বিরোধীদের কোন দাবি। বোর্ড গঠন শেষে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা, ফুলের মালা দিয়ে বরণ করে নেন সভাপতি সহ-সভাপতি কে। একে অপরকে মাখিয়ে দেন আবিরে। স্বাভাবিকভাবেই বোর্ড গঠন করায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা মেতে উঠেন আনন্দ উল্লাসে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct