অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গোটা রাজ্যের সাথে সোমবার দক্ষিন দিনাজপুর জেলা জুরে পালিত হল দশম কন্যাশ্রী দিবস। এই উপলক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়েছিল।তবে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) ড: হারিশ রশিদ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক (সদর) সুমন দাশগুপ্ত, কন্যাশ্রী প্রকল্পের দক্ষিণ দিনাজপুর জেলা প্রজেক্ট ম্যানেজার তপন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা এবং কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত ছাত্রীরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত আধিকারিক ও বিশিষ্টজনের।জেলা শাসক বিজিন কৃষ্ণা তাঁর বক্তব্যে জানান, শুধু রাজ্য বা দেশে নয়, কন্যাশ্রী প্রকল্পের ভাবনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে গিয়েছে। ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে কয়েকবছর আগে রাজ্য সরকার পুরস্কৃত হয়েছিল। এই প্রকল্পর মাধ্যমে মেয়েরা যে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে তা প্রমাণিত।অন্যদিকে, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, 'কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র আমাদের দেশ ও রাজ্যে নয়, গোটা বিশ্বের গর্ব। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মাত্র দু বছরের মধ্যে এইরূপ একটি প্রকল্পের কথা ভেবেছিলেন এবং বাস্তবায়িত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct