অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন আদিবাসী নেত্রী চিন্তামণি বিহা। সোমবার জেলা পরিষদের বোর্ড গঠন সভাতে সভাধিপতি হিসেবে চিন্তামণি বিহা ও সহকারী সভাধিপতি হিসেবে অম্বরিশ সরকার মনোনীত হন।এদিন জেলা পরিষদের বোর্ড গঠনের পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, প্রাক্তন সংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মোট ২১ টি আসনের সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার এবারে জেলা পরিষদের সভাধিপতি হতে পারেন বলেই শুরু হয়েছিল রাজনৈতিক মহলে জোর জল্পনা। কিন্তু শেষ মুহূর্তে রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা সভাধিপতি করা হয় পরপর তিনবার জেলা পরিষদে জয়ী হওয়া চিন্তামণি বিহাকে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের জেডপি ১৫ আসনে জয়ী হন চিন্তামণি। পাশাপাশি সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার জেলার কুশমন্ডি ব্লকের জেডপি ৩ আসন থেকে এবার জয়ী হন।
এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, 'আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদের কাছে এটি একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। আগামী ২৪ তারিখ জেলা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি তথা স্থায়ী সমিতি (৯টি) গুলো গঠিত হবে। আশা করেন নতুন বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে জেলার উন্নয়নে কাজ করবে।'
অন্যদিকে, এ বিষয়ে সভাধিপতি চিন্তামণি বিহা জানান, 'আমাদের কাছে সবচেয়ে বেশি অভিযোগ আসে রাস্তাঘাট এবং পানীয় জল সম্পর্কিত। সেই ক্ষেত্রগুলিতে দ্রুত উন্নয়ন ঘটানোর চেষ্টা করব। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। খুবই ভালো লাগছে। দল আমাকে এই জায়গাটিতে কাজ করবার সুযোগ দিয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct