মনজুর আলম, মগরাহাট: কন্যাশ্রী দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে ছাত্রীদের সাইকেল নিয়ে পদযাত্রা, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের 'যুগদিয়া হাই মাদ্রাসা' স্কুলের উদ্যোগে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প "কন্যাশ্রীর" ১০ বছর উপলক্ষে পদযাত্রায় অংশ নিয়েছেন স্কুলের ছাত্রীরা। ২০১০ সালে ১৩ই আগস্ট এই কন্যাশ্রী প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল থেকে যুগদিয়া 'ডাক্তারখানার মোড়' পর্যন্ত অন্যদিকে যুগদিয়া "হান্নানিয়া মাদ্রাসা" পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের সমস্ত ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা। যুগদিয়া হাই মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক 'কাজী মেহেবুব মিস্ত্রি' বলেন, গ্রাম বাংলার সমস্ত মেয়েরা যাতে শিক্ষা অর্জন করতে পারে, কন্যাশ্রীর সুবিধা যাতে সমস্ত ছাত্রীরা পায়, শুধুমাত্র আর্থিক কারণে পড়াশুনা বন্ধ না হয়, সেই কন্যাশ্রীর প্রচারের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার জন্য এই সাইকেল র্যালি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct