অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী কে পার্লামেন্ট থেকে সাসপেন্ডের প্রতিবাদে বালুরঘাটের পথ অবরোধ করল কংগ্রেস। রবিবার দুপুরে বালুরঘাট থানার অন্তর্গত হিলি মোড় এলাকায় পথ অবরোধে শামিল হয় জাতীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি এদিন বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন তারা। ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয় । দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ও কংগ্রেস সেবা দল কমিটির তরফে আয়োজিত এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে অঞ্জন চৌধুরী জানান, পার্লামেন্টে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কিছু সত্য কথা বলেছেন মণিপুরের হিংসা নিয়ে ও নীরব মোদির প্রসঙ্গ তুলেছেন। সেই কারণে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা পথ অবরোধের শামিল হয়েছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct