দেবাশীষ পাল, মালদা: আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু। প্রায় শোনা যায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। এবার চিত্র দেখা গেল মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের শেখ পুরাগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে শেখপুরায় এলাকার আনুমানিক আঠারো বছরের এক শ্রমিক উত্তর প্রদেশের লখনউতে টাওয়ারের কাজে যায়।
পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ রাজিকুল। রাজিকুলের বাবা শেখ হাসিবুল ও পরিযায়ী শ্রমিক। মা তাজমীরা বিবি। শেখ রাজিকুলের দাদা প্রথম বর্ষের ছাত্র।বাড়িতে আর্থিক অনটন দেখে রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজে যায় শেখ রাজিকুল। প্রায় মাঝখানেক আগেই কাজে গিয়েছিলেন। হঠাৎ করে কত শনিবার সকালে অসুস্থ হয়। প্রচন্ড পেট ব্যাথা ও বমি হতে থাকে রাজিকুলের। যারা কাজের সঙ্গী ছিল তারা চিকিৎসার ব্যবস্থাও করে। কিন্তু শেষমেষ বাঁচানো যায়নি। শনিবার রাজিকুল মৃত্যুর সঙ্গে হেরে যান।
রবিবার সকাল ১১ টা নাগাদ তার নিথর মৃতদেহ গ্রামের বাড়ি শেখপুরায় আসে। মৃতদেহ আসতেই কান্নার রোল শোনা যায় এলাকা জুড়ে। এখন অথৈ জলে গোটা পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ সাহেদ সরকারের কাছে সাহায্যের আবেদনের আর্জি করেছেন এই অসহায় পরিবারের জন্য। পাশাপাশি যে কোম্পানিতে রাজিকুল কাজ করছিলেন সেই কোম্পানিকে সাহায্যের আবেদন করেছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct