আপনজন ডেস্ক: সুইডেনে ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে লিখেছে, যেকোনো সময় সন্ত্রাসীরা সুইডিশ মাটিতে হামলা চালানোর চেষ্টা করবে এবং এ সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র।
এ পরিস্থিতিতে সুইডেনের বিভিন্ন জনসমাগমস্থল ছাড়াও যেকোনো ধরণের সার্বজনীন এলাকায় যুক্তরাজ্যের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সুইডেনের জাতীয় নিরাপত্তা পর্ষদের উপদেষ্টা হেনরিক ল্যান্ডারহোম এক বিবৃতিতে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির আলোকে সুইডেন ছাড়াও বিদেশের মাটিতে সুইডেনের সঙ্গে সংশ্লিষ্টি ব্যবসায়িক ও সুইডিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।’ কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিদেশে সুইডিশ স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে হুমকির মাত্রা বেড়েছে উল্লেখ করে ল্যান্ডারহোম বলেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতির এমনভাবে অবনতি হয়েছে যে সন্ত্রাসীদের কাছে সুইডেন একটি তালিকাভুক্ত অগ্রাধিকারের দেশে পরিণত হয়েছে।’ সাম্প্রতিক অস্থিরতার ফলস্বরূপ যুক্তরাজ্য এখন সুইডেনে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বলের পরামর্শ দিয়েছে।
যুক্তরাজ্য তার বিবৃতিতে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে ‘অত্যন্ত সম্ভাবনাময়’ দেশ হিসেবে সুইডেনকে বর্ণনা করেছে। পাশাপাশি যুক্তরাজ্যেরদের, বিশেষ করে বিক্ষোভের সময় খুব সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটা হতে পারে কোনো নির্বিচার ও ভয়ানক রক্তক্ষয়ী আক্রমণ, যেখানে সাধারণত প্রচুর পর্যটকদের ভিড় থাকে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct