এম মেহেদী সানি ও শামিম মোল্যা, বসিরহাট: ২১ শে আগস্ট কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইমাম-মুয়াজ্জিন সম্মেলনকে সফল করতে পথে নেমে পড়েছে ইমাম-মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্ব ৷ তারই অংশ হিসেবে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের টাকী সাংস্কৃতিক মঞ্চে রবিবার অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন সমাবেশ। ২১ আগস্ট নেতাজি ইন্ডোরের সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে যে ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হবে, বিশেষ করে ভাতা বৃদ্ধির আওয়াজ তোলা হবে, তার আভাস পাওয়া গেল এদিনের সম্মেলনে। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমী বলেন, নেতাজি ইন্ডোরের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দিন ইমামদের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া সম্মিলিত স্মারকলিপি পেশ করা হবে। বিভিন্ন অভাব অভিযোগের কথাও জানানো হবে ৷ যদিও একই সঙ্গে মাওলানা শফিক কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন ‘আমরা ভোট না দিলে এই (তৃণমূল) সরকার তৈরি হত না ৷ আমরা যেদিকে যাব পশ্চিমবাংলার ক্ষমতা সেই দিকে যাবে’ বলেও মন্তব্য করেন ৷ সেসময় সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
মাওলানা শফিক মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া জানানো হবে বললেও নির্দিষ্ট দাবির কথা উল্লেখ করেননি। যদিও, ইমাম-মুয়াজ্জিনরা নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি পেশ করতে পারেন এদিনের সম্মেলনে তার ইঙ্গিত মিলেছে প্রাক্তন সাংসদ তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরানের বক্তব্যের মধ্যে। প্রথমে তিনি রাজ্যের সমাজ সচেতনতায় ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন ৷ সেই সঙ্গে নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিনদের মহা সমাবেশ প্রসঙ্গে বলেন, ‘সরকারকে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর কথা বলব, আমাদের দাবি-দাওয়া পেশ করব ৷’ এছাড়া রাজ্য সরকারকে উদ্দেশ্য করে আহমেদ হাসান ইমরান ওয়াকফ সম্পত্তির মাধ্যমে সমাজকে উন্নতি করার কথা বলেন।
উল্লেখ্য, ইমামদের মতে ওয়াকফ বোর্ড মাধ্যমে যে ইমাম ভাতা মেলে তা যথেষ্ট নয়। তাই দীর্ঘদিন ধরে মাসে কমপক্ষে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার দাবি তুলে আসছেন তারা। রাজ্যের ইমাম মুয়াজ্জিনদের তাই আশা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তাদের সেই দাবির সপক্ষে কোনও ঘোষণা করতে পারেন। অন্যদিকে, নেতাজি ইন্ডোরের আগে ফুরফুরা শরীফে পুলিশি কাণ্ড নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীসহ ফুরফুরার পীরজাদাদের তরফে মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দাবি তোলায় অস্বস্তিতে নেতাজি ইন্ডোরের সম্মেলনের আয়োজকরা। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইমাম মুয়াজ্জিন নেতৃত্বরা। যদিও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের মুখোমুখি হয়ে নাখোদা মসজিদের ইমাম শফিক কাশেমী সহ উত্তর ২৪ পরগণা জেলা ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা মাওঃ হাসানুজ্জামান ফুরফুরার ঘটনা ‘রাজনৈতিক ব্যাপার’ বলে মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যান ৷ শফিক কাশেমী বলেন ‘দেখুন ওটা সব পলিটিক্যাল কথা আছে, ওর ভিতরে আমরা যাব না কিন্তু আমরা চাইব, কারও সঙ্গে কোনো অন্যায় না হোক।’ তৃণমূল কংগ্রেস মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ নেতাজি ইন্ডোরে কল ইমাম-মুয়াজ্জিনদের উপস্থিত থাকার অনুরোধ জানান ৷ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহানুর মন্ডল, টাকী পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, , সমাজসেবী রেহান আহমেদ কুরেশি প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct