আপনজন ডেস্ক: ইরানের কেন্দ্রীয় শহর সিরাজের একটি শিয়া মাজারে রবিবার হামলা হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে শাহ চেরাগ মাজারে হামলার দায় স্বীকার করেনি। সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে। ইসলামিক স্টেট গত অক্টোবরে এ মাজারে হামলা চালিয়েছিল, যাতে ১৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এর আগেও ইরানে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৭ সালে মারাত্মক জোড়া বোমা হামলা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct