আপনজন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপ্নদ্বীপ কুণ্ডুর ব়্যাগিংয়ের জেরে মৃত্যুর ঘটনা নিয়ে আজ সোমবার জরুরি বৈঠকে বসবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ১০ আগস্ট ছাত্রাবাসের বারান্দা থেকে পড়ে মারা যাওয়া ১৭ বছর বয়সি ওই কিশোরের ব়্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে যাদবপুরের দুই শিক্ষার্থী ও এক প্রাক্তন শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ব়্যাগিংয়ে যৌন হয়রানির একটি উপাদান থাকার ইঙ্গিত পাওয়া ছবিসহ জাবি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের বিষয়টি আমলে নিয়েছে পুলিশ। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন,তাকে অবশ্যই বোর্ডাররা নির্যাতন করেছিল। কিছু প্যাসিভ যৌন হয়রানি হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
বিষয়টি নিয়ে জেইউটিএ-র সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, ‘আমার পুত্রসম ছেলেটির মৃত্যু নিয়ে আলোচনার জন্য আমরা আজ সোমবার একটি জরুরি বৈঠক ডেকেছি। আমরা যদি শিক্ষাবিদ হয়েও অন্য দিকে তাকানোর ভান করি, তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না। তিনি গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct