নকীব উদ্দিন গাজী, ভাঙড়, আপনজন: ভাঙড় দু নম্বর ব্লকের সমিতির সভাপতি হলেন আরাবুল ইসলাম। ভাঙ্গড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন আরাবুল ইসলাম এবং সহ সভাপতি হলেন সোনালী বাছাড়। এর আগে ২০১৩ সালে ভাঙ্গড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম। সংরক্ষণের কারণে ২০১৮ সালে আরাবুল সহ সভাপতি হয়েছিলেন আর সভাপতি ছিলেন বিশ্বজিৎ মন্ডল। পাঁচ বছর পরে আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আরাবুল। শওকত মোল্লার উপস্থিতিতে আব্দুর রহিম এদিন তার নাম প্রস্তাব করেন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন উপলক্ষে। আরাবুল জানালেন আগামী দিনে যাতে সাধারণ মানুষকে বেশি করে পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির ২৪টি আস জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২৪ টি আসন নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করেন তৃণমূল কংগ্রেস যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি হন গৌতম অধিকারী ও সহ-সভাপতি হন অমল মন্ডল। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তেত্রিশ টি আসনের মধ্যে ২৯ টি আসন তৃণমূল কংগ্রেস দখল রেখে পঞ্চায়েত সমিতি গঠন করেন সভাপতি হন জয় কৃষ্ণ ভান্ডারী সহ-সভাপতি হন সংকীর্তন শিকারি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct