মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের মীর সফিকুল ইসলাম। সৎ হচ্ছ ভাবমূর্তি হিসাবে খণ্ডঘোষের মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিত। ২০০৭ সালে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন ২০১৩ সালে কৈয়র অঞ্চলের যুব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে অঞ্চলের সভাপতি হিসেবে কাজ করেছেন। খণ্ডঘোষের ছোট গোপীনাথপুর গ্রামে জন্মলগ্ন কংগ্রেসের পরিবার থেকে উঠে আসা মীর সফিকুল খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে রাজনৈতিক গুরু হিসেবে মানেন। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির আদর্শ অনুপ্রানিত হয়ে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন। যখন যে দায়িত্ব পালন করেছেন সৎ ও নিষ্ঠা হবে সম্পাদন করেছেন।বাবা মেয়ের আয়ুব মিয়া, সব ভাই এক বোন যৌথ পরিবারে বড় হয়েছেন । পাঁচ ওয়াক্ত নামাজী ঈমানদার ভদ্রনম্র সফিকুলকে এই পদে নির্বাচিত করে তৃণমূল কংগ্রেস। সফিকুল নির্বাচিত হওয়ার পরেই খণ্ডঘোষ এলাকায় ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সফিকুল খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, বিধায়ক নবীন বাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি গোটা জেলায় অনেক ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে আছে।খণ্ডঘোষ কে আরো এগিয়ে নিয়ে যাওয়া ও ব্লকের সম্মান বৃদ্ধি করাই তার প্রথম এবং প্রধান কাজ। অঞ্চলের সামান্য যুব সভাপতি, অঞ্চল সভাপতি থেকে একেবারে পঞ্চায়েত সমিতির সভাপতির মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মানুষের কাজ করবেন বলে জানালেন মীর সফিকুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct