বিরহে গাঁথা
সাহারুখ মোল্লা
যতবার গিয়েছে তোড়া
যতবার প্রণাম আকাশচুম্বী,
ততবার হয়েছি অবহেলিত
লাঞ্চিত বঞ্চিত গগনচুম্বী।
ইতিহাস ভুলিনি, ভুলিনি অতীত,
নিয়েছে তারা শীতল বাতাস,
আমরা করেছি রাজপথ বন্ধ
আর ফিরে পেয়েছি লাঠির আঘাত।
জীর্ণ আলিয়া হয়নি দৃষ্টিগোচর
তালতলা আজও গবাদি খোঁয়াড়,
সব কিছু বিলিয়েছে ধীরে ধীরে
পদোন্নতি কেবল চেয়ার।
সীমালংঘন আত্মবিলাসীতে
বাজারি পতিতাও করে শরম,
আমার শিক্ষা কেন্দ্র শূন্যস্থানে
অট্ট হাসিতে ফেটে পড়ে বেশরম।
এখনও স্মৃতি রোমন্থন করি
অভিযানের করুন সে সময়,
সারাদিনের ক্লান্ত শরীর জুড়ে
লাঠির আঘাত নামে নির্দ্বিধায়।
চোর মাফিয়ার মত টেনে হিঁচড়ে
নিয়েছিল সে লাল কারাগারে,
অপরাধ ছিল শুধু এতটুকুই
জোট বেঁধেছিলাম জনমত গড়ে।
আজ আবার একবার দেখেছি
ফুলের উষ্ণ শুভেচ্ছায় অভিনন্দন,
অনুনয় বিনয় হে সম্মানিত মহাদয়,
ধ্বনিত হতে দিওনা ক্রন্দন।
যদি আকাশ ছুঁয়ে যায় কখনও
কোনো অবহেলিতর বিলাপ ক্রন্দন,
অগ্নিশিখা জ্বলবে রাজপথে
শ্রাবণ দেখবে আবার আন্দোলন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct