প্রিয় পৃথ্বী
সৌমেন্দু লাহিড়ী
সুখভোগ আমি চাইনা কখনও
স্বর্গতো দূর অস্ত।
প্যারাডাইস হেভেন বেহেশত্
মোর কাছে নয় মস্ত।
আমি চাই যেতে চাই সেথায়
যেথায় আছে শোষিতের দল,
শোষক শোষণে হয়ে আছে যাঁরা
আজ অতি দূর্বল।
আমার রচনা জোগাবে প্রেরণা
বিপ্লবী মন মাঝে,
প্রতিক্ষণে তা জ্বালবে অনল
সকাল দুপুর সাঁঝে।
গর্জে উঠবে একদিন ঠিক
যত শোষিতের দল,
একে অন্যকে বলবে তাঁরা,
“শোষক নিধনে চল।”
বাঁধবে যুদ্ধ বাজবে দামামা
কাঁপবে শোষক-হৃদয়,
শোষক-মুন্ডু গড়াগড়ি যাবে
সারা পৃথ্বীময়।
অন্তরাত্মা শান্তি পাবে
তখন আমার যেন
এই মহীটাই স্বর্গ আমার
আর জান্নাত জেনো।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct