সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: শাসক দল তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল নিতে বাম- কংগ্রেস জোটের সাথে এবার বিজেপি ও জোটবদ্ধ হয়ে প্রধান নির্বাচনে ময়দানে অবতীর্ণ হয়ে পড়ে। যার ফলে বীরভূমের রামপুরহাট মহকুমার বেশ কয়েকটি পঞ্চায়েতের দখল নেয় শাসক বিরোধী নতুন জোট। নতুন জোটের দখলে যাওয়া পঞ্চায়েতের মধ্যে মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েত।এখানে ২৪ টি আসনের মধ্যে বিজেপি- ৭, তৃণমূল-৯, সিপিএম- ৩, কংগ্রেস- ৪ টি এবং নির্দল -১টি আসন দখল করে। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড গঠনে ১৪ জন সদস্যের সমর্থনে বোর্ড দখল করে মহাজোট। প্রধান নির্বাচিত হন কংগ্রেসের তুষারকান্তি রাজবংশী এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির বীণাপাণি রাজমল্ল। বীণাপাণিদেবী বলেন, “তৃণমূলের দুর্নীতি রুখতে আমরা ভোটের পর জোটবদ্ধ হয়েছিলাম। এর আগে তৃণমূল কোন উন্নয়ন করেনি। আমরা এলাকার উন্নয়নের উপর জোর দেব। অন্যদিকে নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২২ টি। যারমধ্যে বিজেপি- ৮,তৃণমূল-৫, এবং বাম-কংগ্রেস জোট পায় ৯ টি আসন। এখানের ক্ষেত্রেও শাসক বিরোধী মহাজোট গড়ে বোর্ড দখল নেয় তৃণমূলের হাত থেকে। কংগ্রেসের সাহিনা খাতুন প্রধান এবং বিজেপির সুভদ্রা লেট উপপ্রধান নির্বাচিত হন। স্থানীয় কংগ্রেস নেতা তাইজুদ্দিন মণ্ডল বলেন, “মানুষ চোর তৃণমূলকে চায়নি। তাই তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। মানুষের রায়কে সম্মান দিতেই আমরা মহাজোট গঠন করে মিলিজুলি ভাবে বোর্ড গঠন করলাম তৃণমূলকে হটাতে। বোর্ডের প্রথম কাজ হবে এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান।এরপর নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের ২০ টি আসনে বিজেপি- ৮,তৃণমূল- ৭,কংগ্রেস- ৩,এবং সিপি আইএম- ২ টি আসন দখল করে।উল্লেখ্য, নির্বাচনের পরেই বাম- কংগ্রেস জোটের মনোনীত কংগ্রেসের প্রতীকে তিন সদস্য তৃণমূলে যোগদান করেন। যার জেরে পঞ্চায়েতের বোর্ড গঠনের ক্ষেত্রে অঙ্কের রদবদল ঘটে।এদিন তৃণমূলের-১০ জন সদস্য পঞ্চায়েতে ঢুকেই গেটে তালা লাগিয়ে দেয়, বিরোধী সদস্যদের বোর্ড গঠনে বা ভোটাভুটি থেকে দূরে সরিয়ে রাখতেই তৃণমূলের এই কৌশল বলে অভিযোগ।পঞ্চায়েতের গেটে তালা লাগানোর ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি শুরু হয়ে যায় হাতাহাতি। যদিও পরে পুলিশের তৎপরতায় গেটের তালা খুলে বিজেপি-সিপিএম সদস্যদের ভিতরে প্রবেশ করানো হয়। তৃণমূল বনাম বিরোধী জোটের সদস্য সংখ্যা সমান সমান হয়ে যাওয়ার ফলে টসের মাধ্যমে প্রধান নির্বাচিত হন দলত্যাগী কংগ্রেস সদস্য আতাব উদ্দিন মেহেবুব। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এসব রামধনু জোট। ওদিকে বিজেপিকে ভারতছাড়া করতে সোনিয়া সকলকে নিয়ে ইন্ডিয়া গঠন করেন। আর এখানে কংগ্রেস-সিপিএম, বিজেপির সঙ্গে জোট গড়ে ভাগ বাটোয়ারার পঞ্চায়েত গড়ছে। এটা দেউলিয়াপনা রাজনীতি”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct