আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতে সমতি বোর্ড গঠন তৃণমূলের। সভাপতি পদে নির্বাচিত হলেন সুমিত্রা হালদার সহ সভাপতি হলেন আব্দুল লতিফ জানা যায় চাপড়া ব্লকের পঞ্চায়েতির মোট আসনসংখ্যা ৩৯ টি, যার মধ্যে তৃণমূল ৩০ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জয়লাভ করেছিল ৭টি আসনে, ১টি আসনে জয়লাভ করে কংগ্রেস, সিপিএম একটি আসনে জয়লাভ করে। যদিও পরবর্তীতে সিপিএম জেড়ে তৃণমূল যোগদান করে পঞ্চায়েতে সমতি বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়, জানা যায় মোট ৩১ টি আসন পেয়ে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে। জানা যায় ওই সমতি পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি চাপড়া ব্লকের বড় আন্দুলিয়া বসবাস করেন। অন্যদিকে সহ সভাপতি এক জন স্কুল শিক্ষক অন্যদিকে বোর্ড গঠনের পরেই উল্লাসে মেতে ওঠে কর্মী সমর্থকরা, যদিও বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন গোটা পঞ্চায়েতের চারপাশে পুলিশি করা নিরাপত্তায় মুড়ে রাখা হয়। অন্যদিকে একপ্রকার সুষ্ঠুভাবেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct